বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
ব্যারিস্টার মওদুদের গুলশানের বাড়ির সামনে খালেদা জিয়া
Home Page » প্রথমপাতা » ব্যারিস্টার মওদুদের গুলশানের বাড়ির সামনে খালেদা জিয়াবঙ্গ-নিউজঃ বুধবার দুপুরে মওদুদ আহমেদের গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটিকে রাষ্ট্রীয় সম্পত্তি উল্লেখ করে উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এরপর তাকে বাড়ি থেকে বের করে দিয়ে রাজউক এটির দখল নিয়ে নেয়।
এদিকে রাত আটটার দিকে গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে যান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, ইফতারের পর ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে যান খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহফুজউল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। মওদুদ কোন বাসায় উঠবেন তা নিয়ে কথা বলেন। এর আগে ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, মওদুদ আহমদ ৩০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। তাকে আজ ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিল সরকার।
তিনি বলেন, জনগণ সব দেখছে, আজকে আমাদের যারা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকেও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে।
বাংলাদেশ সময়: ৯:৫০:১৭ ২৯১ বার পঠিত