বুধবার, ৭ জুন ২০১৭
পলক:শিগগিরই নতুন তথ্যপ্রযুক্তির নীতিমালা
Home Page » প্রথমপাতা » পলক:শিগগিরই নতুন তথ্যপ্রযুক্তির নীতিমালাবঙ্গ-নিউজ: তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠন করে শিগগিরই এ খাতের জন্য নতুন নীতিমালা তৈরির প্রাথমিক কাজ শুরুর কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৫ যুগোপযোগীকরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন, “সিটিজেন বেনিফিট, রিফ্লেকশন, জাস্টিফিকেশন- এই তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা এবার আইসিটি নীতিমালাটি নতুনভাবে প্রণয়ন করব। ই-কমার্সের ট্রানজিশন, ট্রেড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিও আমাদের মাথায় রাখতে হবে। ”
এ সময় তিনি ক্রিয়েটিভ ইকোনমি ও ভার্চুয়াল অ্যাডুকেশনের উপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা তথ্যপ্রযুক্তি খাতে এখন বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। গোটা বিশ্ব এখন আমাদের ‘টেস্ট কেস’ হিসেবে নিয়েছে। বাংলাদেশের স্যোশ্যাল প্রবলেমগুলো সলভ করতে এগিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এ বিষয়টি মাথায় রেখে আমাদের ইনোভেটিভ একটি ডিজাইন তৈরি করতে হবে। ”
নতুন নীতিমালা প্রণয়ণের আগে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্ত আলোচনা শুরু করতে চান প্রতিমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি।
বাংলাদেশ সময়: ২০:৫৬:২৪ ৪০৪ বার পঠিত