বুধবার, ৭ জুন ২০১৭
“বিখ্যাত ফল “জয়তুন” লেবাননের অহংকার “
Home Page » বিনোদন » “বিখ্যাত ফল “জয়তুন” লেবাননের অহংকার “বঙ্গ -নিউজঃ আসিফ আকবর–লেবাননের গাছগুলো বেশী বড় হয়না, সর্বোচ্চ আমাদের বড়ই গাছের সমান । বিচিত্র ধরনের সুস্বাদু ফল লতাপাতা সবজিতে লেবানীজরা অভ্যস্ত। খাবার দাবারে কোন অরুচি নাই, আমরা যারা পাঁচ মিনিটে T-20 লাঞ্চ সেরে ফেলি তাদের জন্য ওদের লাঞ্চ অবশ্যই পাঁচদিনের টেষ্ট ম্যাচের মতই। লেবাননে চট্টগ্রাম বিভাগের সমান একটা সমৃদ্ধ দেশ, যে হোটেলে ছিলাম তার সামনে একটা ঘাসের বাগান ছিল , ঐ ঘাসে হাতের পরশ বুলালেই অদ্ভূত রকম একটা সুগন্ধ আসে, যেটার নির্যাস নেয়া যায় সহজে। বিখ্যাত ফল ‘জয়তুন’ লেবাননের অহংকার ।
শিয়া ও সুন্নী মুসলিম সত্তর ভাগ, খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ ত্রিশ ভাগ, এরা নিজেদের এলাকা নিয়ে সুখে আছে। এই তিন গোত্র থেকে একজন করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর পার্লামেন্টের স্পীকার নির্বাচিত হন। ৮২ সালে ইসরাইল লেবাননে হামলা করে নির্বিচারে মুসলিম খ্রীষ্টানদের হত্যা করে। এরপর থেকে লেবানন ঐক্যবদ্ধ ইসরাইলের বিরুদ্ধে । শুধু নাসরুল্লাহর নেতৃত্বেই হিজবুল্লাহর রয়েছে লাখো মিলিশিয়া, অন্যান্য গোত্রের মিলিশিয়া বাহিনীতো রয়েছেই। তাদের জীবন এবং অস্ত্র তাক করা ইসরাঈলের দিকে। রয়েছে অসংখ্য বাংকার এবং গুপ্ত সুরঙ্গ, সবার কাছেই রয়েছে ব্যাপক অস্ত্র । ইসরাঈল তাদের আজন্ম শত্রু, লেবাননের প্রতিটি শিশু জন্ম নেয় ইসরাঈলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য। লেবাননে জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশী সৈন্যও রয়েছে ।
লেবানন প্রাকৃতিক সম্পদে ভরপুর। নিজেদের তেল উত্তোলন না করে একশো বছরের মজুদ রেখেছে, বাইরে থেকে তেল কেনে। মধ্যপ্রাচ্যের কন্সষ্ট্রাকশন ব্যবসার সিংহ ভাগ নিয়ন্ত্রন করে তারা। এক হাজার US ডলার চেঞ্জ করলেই আপনি হয়ে যাবেন তাদের মূদ্রায় দেড় কোটিপতি। শপিং করতে গেলে তাদের টাকা নিয়ে তারা ঘুরেনা, US ডলার ব্যবহার করে। রাস্তা জুড়ে BMW মার্সিডিজ পোরশে অডি’র মত ব্র্যান্ডেড গাড়ীর ছড়াছড়ি। তখন ২০১৪ বিশ্বকাপের আমেজ ছিলো, পঞ্চাশ শতাংশের উপর ব্রাজিল সাপোর্টার বাকী সব জার্মানী আর ইটালীর। দুঃখের বিষয় হারিকেন দিয়েও আর্জেন্টিনার পতাকা খুঁজে পাইনি, সাপোর্টারও না। সবচেয়ে দুঃখজনক সিরিয়া যুদ্ধ। এই যুদ্ধের কারনে নারী শিশুরা ক্ষতিগ্রস্থ, রাস্তায় ভিক্ষা করে। বেঁচে থাকার জন্য যা দরকার তাই করছে, সুন্দর মায়াময় চেহারাগুলো দেখে মায়া লেগেছে, খুব কষ্টও পেয়েছি। লেবানীজরা সিরীয় শরনার্থীদের পাশে আছে সবসময়, এটাই স্বান্তনা ।
পেছন সিরিয়া সীমান্ত, ছবিতে রাব্বুলা, আমি, পাম্মা আর শওকত ।
বাংলাদেশ সময়: ১৯:২০:১৮ ৪৪৮ বার পঠিত