বুধবার, ৭ জুন ২০১৭

ইরানের পার্লামেন্টে গুলি, নিহত ১

Home Page » জাতীয় » ইরানের পার্লামেন্টে গুলি, নিহত ১
বুধবার, ৭ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে আজ বুধবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পার্লামেন্টে হামলার ঘটনায় একজন নিরাপত্তারক্ষী নিহত ও খোমেনির সমাধিস্থলে কয়েকজন আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়।আইনপ্রণেতা ইলিয়াস হাজরাতির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটের খবরে বলা হয়, তিনজন বন্দুকধারী পার্লামেন্টে এ হামলা চালায়। একজনের হাতে পিস্তল ও দুজনের হাতে একে-৪৭ ছিল।

বার্তা সংস্থা আইএনএনএ পার্লামেন্টের এক সদস্যের বরাত দিয়ে জানায়, পার্লামেন্টের সব দরজা বন্ধ ছিল। এবং একজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বেষ্টিত ছিল।

আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, একজন অস্ত্রধারী আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলি চালায় এবং কয়েকজন আহত হয়। আইএনএনএ একটি সূত্রের বরাত দিয়ে জানায়, হামলাকারী এই ব্যক্তি আত্মঘাতী ছিলেন। তবে তাঁর পরিচয় ও উদ্দেশ্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:৫০:২০   ৩০৬ বার পঠিত