বুধবার, ৭ জুন ২০১৭

তাপদাহ-ঘূর্ণিঝড়ের পর বন্যার শঙ্কা

Home Page » সারাদেশ » তাপদাহ-ঘূর্ণিঝড়ের পর বন্যার শঙ্কা
বুধবার, ৭ জুন ২০১৭



flood Picবঙ্গ-নিউজঃ গতমাসে রাজধানীসহ সারা দেশের মানুষ নাকাল হয়েছে তাপদাহে। এরপর মাসের শেষ ভাগে এসে ঘূর্ণিঝড় ‘মোরা’ কক্সবাজার-চট্টগ্রামের কিছু অঞ্চলকে লণ্ডভণ্ড  করে দিয়ে গেছে। এবার উঁকি দিচ্ছে বন্যার শঙ্কা। মৌসুমী বায়ুর সক্রিয়তায় বৃষ্টিপাত বেড়ে দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় জুনের মাঝামাঝিতে স্বাভাবিক বন্যা হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জুন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এই শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, ‘জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এ সময় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

আর এই বৃষ্টিপাত ১২ থেকে ২০ দিন পর্যন্ত হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু অঞ্চলে স্বাভাবিক বন্যার শঙ্কা রয়েছে।’

আবহাওয়া অধিদপ্তার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত আগ্রসর হয়েছে। গতকাল মঙ্গলবার বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এমন অবস্থায় ভ্যাপসা গরমে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। এই ভ্যাপসা গরম আরও কদিন স্থায়ী হতে পারে।

এদিকে, চলতি মাসে বঙ্গোপসাগরে আরও ১-২টি মৌসুমী নিন্মচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে, গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে

বাংলাদেশ সময়: ১৩:৩২:০৫   ২৮৫ বার পঠিত