বুধবার, ৭ জুন ২০১৭
কানাডার এক উগ্রপন্থী ঘুরছে ঢাকায়
Home Page » জাতীয় » কানাডার এক উগ্রপন্থী ঘুরছে ঢাকায়বঙ্গ-নিউজঃ উগ্রপন্থায় উসকানি এবং আরো নানা অভিযোগে বিচারিক প্রক্রিয়ায় থাকা উগ্রপন্থী অবস্থান করছেন ঢাকায়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যক্তির নাম সালমান হোসেন আন নূর। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল তাকে ধরতে রেড নোটিশ জারি করেছে।
চলতি সপ্তাহের শুরুতে কানাডার কয়েকটি শীর্ষ সারির সংবাদ মাধ্যম সালমানের ঢাকায় আসার কথা বলে সংবাদ প্রচার করে। যদিও ঢাকার পুলিশ এখনো এ বিষয়ে তেমন কোনো তথ্য যোগার করতে পারেনি।
বিষয়টি নিয়ে পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে, ইন্টারপোল বা কানাডার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশের পুলিশকে কোনো বার্তা দেয়নি।
কানাডার ন্যাশনাল পোস্ট নামের একটি সংবাদ মাধ্যমে সালমানের যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেটি ঢাকায় তোলা এবং চলতি সপ্তাহেই। ছবির পিছনের অংশ দেখে মনে হয়েছে, এটি ঢাকার গুলশান এলাকা।
কানাডার সংবাদ মাধ্যমটি বলছে, ২০০৮ ও ২০১০ সাল থেকেই সালমানের বিরুদ্ধে উগ্রপন্থায় সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। জানা গেছে, তার বিরুদ্ধে যে কয়টা অভিযোগ আছে, তা প্রমাণিত হলে তার ১৬ বছরের জেল হতে পারে।
এর আগে পুলিশের অভিযানে মারা যাওয়া তামিম চৌধুরীও কানাডার নাগরিক ছিলেন। গুলশানের হলি আর্টিজানের ঘটনার মূল পরিকল্পনা তার ছিলো বলে মন্তব্য করে এসেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩:২৪:২১ ৩৩২ বার পঠিত