বুধবার, ৭ জুন ২০১৭
লতিফুর রহমানের জানাযা সম্পন্ন হলো সুপ্রিম কোর্টে
Home Page » প্রথমপাতা » লতিফুর রহমানের জানাযা সম্পন্ন হলো সুপ্রিম কোর্টেবঙ্গ-নিউজ: সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রথম নামাজে জানাযা। জোহরের নামাজের পর তার জানাযা অনুষ্ঠিত হয়। লতিফুর রহমান মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহ…)।
লতিফুর রহমান ২০০১ সালে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেন। একই বছরের জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ সময়কালের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তিনি।
২০০১ সালের অক্টোবরে লতিফুর রহমানের সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপির চারদলীয় জোট সরকার গঠন করে। সে বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
লতিফুর রহমানের অধীনে যে নির্বাচন হয়েছিলো, তা দেশে- বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সে সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে শপথ নিতে অস্বীকৃতি জানায়। পরে অবশ্য শপথ নিয়ে বিরোধী দল হিসেবে রাজনীতি করতে থাকে তারা।
লতিফুর রহমান ১৯৩৪ সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও লতিফুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৭:০৮:০৫ ৪৩৭ বার পঠিত