মঙ্গলবার, ৬ জুন ২০১৭
বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতে যাতায়াত
Home Page » প্রথমপাতা » বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতে যাতায়াতবঙ্গ-নিউজঃ ভারত গমন ও ফিরে আসার জন্য যে বন্দর ব্যবহারের কথা ভিসা ফরমে উল্লেখ করতে হতো, এতোদিন বাংলাদেশিরা সেই বন্দর ছাড়া অন্য বন্দর ব্যবহার করতে পারতেন না। ফলে পড়তে হতো নানা রকম ঝামেলায়। সম্প্রতি এই নিয়মটা বাতিল করে দিয়েছে ভারত।
এখন ভিসা ফরমে যে বন্দরের কথাই উল্লেখ থাকুক না কেনো, বাংলাদেশিরা ভারত যেতে বা ফিরে আসতে যে কোনো বন্দর ব্যবহার করতে পারবেন।
সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে প্রবেশ/ প্রস্থানের পথ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের যে নিষেধাজ্ঞা ছিলো, তা প্রত্যাহার করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিরা ভারতের সঙ্গে লাগোয়া ৩২টি স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। ব্যবহার করতে পারবেন ভারতের ২৪টি বিমানবন্দর।
ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের বন্ধুতাপূর্ণ সম্পর্ক দৃঢ় করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারত ভ্রমণে ইচ্ছুকরা সহজেই ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া চিকিৎসার প্রয়োজনে ভারত যাওয়া বাংলাদেশিরাও সুবিধা পাবেন।
বাংলাদেশ সময়: ২২:৩৪:০১ ৬০৮ বার পঠিত