মঙ্গলবার, ৬ জুন ২০১৭
আহমদ শফী অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায়
Home Page » প্রথমপাতা » আহমদ শফী অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায়বঙ্গ-নিউজঃ হেফাজতের ইসলামের আমির মাওলানা শাহ আহমদ শফী অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হচ্ছে। মঙ্গলবার বিকেলেই চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা আনার কথা।
গত মাসের ১৮ তারিখে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে কিছুটা সুস্থ হয়ে হাটহাজারী মাদরাসায় ফেরার কথা ছিলো তার। কিন্তু শারীরীক অবস্থা আবার খারাপ হলে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন থাকেন।
জানা গেছে, ঢাকায় গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে আহমদ শফীকে। তার সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন তার ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম এবং বড় ছেলে মাওলানা ইউসুফ।
আহমদ শফীর বর্তমান বয়স ৮৯ বছর। তিনি হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। দেশে সেভাবে পরিচিত ছিলেন না আহমদ শফী। ২০১৩ সালে ইসলামি সংগঠন হেফাজতে ইসলামের উত্থানের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯:২৩:০৯ ৫২৬ বার পঠিত