মঙ্গলবার, ৬ জুন ২০১৭
“আমরা একসঙ্গে “মুমিন হতে চাই” শিরোনামে একটি ইসলামী গানে অংশ নিয়েছি”
Home Page » ফিচার » “আমরা একসঙ্গে “মুমিন হতে চাই” শিরোনামে একটি ইসলামী গানে অংশ নিয়েছি”বঙ্গ-নিউজঃ সংঙীতের যুবরাজ আসিফ আকবর তার ফেসবুক পেজ এ বলেন ঃ-
নব্বই দশক ছিলো ব্যান্ড সঙ্গীতের সুনামি টাইম। একের পর এক কোয়ালিটি ব্যান্ড মুগ্ধ করে রেখেছিলো আমাদের তরুন প্রজন্মকে। শুধু খবর রাখতাম বিটিভিতে কখন ব্যান্ড’শো হবে। কুমিল্লাসহ আশেপাশের জেলায় কনসার্ট হলে মিস করার সুযোগ ছিলোনা। ছোট বড় সব ধরনের ব্যান্ডের এ্যালবামের কাটতি ছিলো একচেটিয়া । আমাদের বন্ধুদের গড়া “ অডিও জিপসী ” এখনো কুমিল্লায় টিকে আছে। এই জিপসীই আমার প্রেরনা। আমরা বিক্রি করতাম দেশের যাবতীয় ব্যান্ড এ্যালবাম ।
একটা ব্যান্ডকে আমরা অন্যরকম সমীহ করতাম আর সেটা হচ্ছে ওয়ারফেজ । বিশেষ করে তাদের ‘ মনে পড়ে যায় আমার কৈশোর’ গানটা আমাদের আড্ডার টনিক ছিলো। তাদের কম্পোজিশান এবং ভোকাল সঞ্জয়ের দূর্দান্ত ভয়েজ দীর্ঘ সময় আমাদের মোহিত করে রেখেছে। পরে জেনেছি ‘ কৈশোর ’ গানটির সুরকার আমাদের সুপারষ্টার গায়ক বালাম। বালাম বয়সে আমার চার বছরের ছোট, উনার S.S.C – ৯৩ সালে আর সে সময় আমরা আসক্ত ছিলাম তার সুরে। আমার ক্যারিয়ারের মাঝখানেই বালাম একক ক্যারিয়ার গড়ে আসন করে নিলেন এদেশের সঙ্গীতাঙ্গনে । নতুন ধরনের ভয়েজ আর সাউন্ড দিয়ে বালাম অসংখ্য ভক্ত শ্রোতা তৈরী করে ফেলেছেন ।
আমি তাকে ব্রাদার বলে সম্বোধন করি, তিনি বলেন আসিফ ভাই । শান্তশিষ্ট ভদ্র আর মার্জিত এই বালামের মিউজিক অভিজ্ঞতা সেই ছোটবেলা থেকে, নিজে একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান। নিউইয়র্কে তার কনসার্ট দেখেছি, একসাথে বেশ কিছু সময় ভাল কেটেছে আমাদের ।সদালাপী সহজ সরল আর অলস বালাম বেশি কাজ করতে চায়না, হাঁপিয়ে ওঠে। আমরা একসঙ্গে “মুমিন হতে চাই” শিরোনামে একটি ইসলামী গানে অংশ নিয়েছি । চমৎকার বন্ধু বৎসল এই মানুষটির কাছে আরো বেশি বেশি গান প্রত্যাশা করি। শুভ কামনা রইলো ব্রাদার ……… ভালবাসা অবিরাম ……
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৩ ৭৪২ বার পঠিত