সোমবার, ৫ জুন ২০১৭
মুগ্ধ করেছে শ্রাবণ আমার বৃষ্টি বিলাসী মন- মুনিয়া ঈশিতা
Home Page » সাহিত্য » মুগ্ধ করেছে শ্রাবণ আমার বৃষ্টি বিলাসী মন- মুনিয়া ঈশিতা
শেষ বিকেলের বৃষ্টি ধারা বর্ষার আয়োজন,
তোমায় নিয়েই এখন আমার বৃষ্টি অবগাহন।
উতল হাওয়ার মধুর পরশ পুলক দিয়েছে প্রাণে,
আমরা দুজন হারিয়ে গিয়েছি অবিরাম বর্ষণে।
বৃষ্টির জল,ঝরে অবিরল তাইতো এ সুখস্নান,
প্রেমের সুধায় হৃদয় জুড়ায় শ্রাবণের আহ্বান।
বিজলি ঝিলিকে তোমার হাসি মিলেমিশে
একাকার,
বৃষ্টি ঝরছে বৃষ্টি ঝরুক এমনি মুষলধার।
আমার চোখেতে তুমি আজ প্রিয়
বৃষ্টিতে ভেজা ফুল,
আমি ফুল ভেবে তোমাকেই ছুঁই
বলো সেকি মোর ভুল?
অঝোর ধারার মায়াবী পরশে তৃষ্না মেটালো
বৃষ্টি
আবেশে তখন বিহ্বল মন মুগ্ধ আমার দৃষ্টি।
রিমঝিম সুর থেমেছে-এবার বাদলের গান সারা,
বৃষ্টিতে স্নাত আমরা দুজন হয়েছি বাক্য হারা।
মায়াময় এই বর্ষা ধারায় প্রেমেতে হয়েছে
প্লাবন,
মুগ্ধ করেছে শ্রাবণ আমার বৃষ্টি বিলাসী মন
বাংলাদেশ সময়: ১৯:২০:৪৬ ৫৯৬ বার পঠিত