সোমবার, ৫ জুন ২০১৭
চট্টগ্রামে কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ৮০ দুস্থকে ইফাতার-সেহেরি
Home Page » সারাদেশ » চট্টগ্রামে কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ৮০ দুস্থকে ইফাতার-সেহেরিবঙ্গ-নিউজঃ চট্টগ্রামের ৮০ জন গরীর ও দুস্থ লোককে ইফাতার ও সেহেরির সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কমিউনিটি পুলিশিং কমিটি।
সোমবার সকালে ডবলমুরিং থানা প্রাঙ্গণে ডবলমুরিং, পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর থানার বাসিন্দা এই ৮০ জনের হাতে ইফতার ও সেহেরির সামগ্রী তুলে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।
তিনি জানান, নগরীর প্রতিটি থানা থেকে ২০ জনকে বাছাই করে ১৬ থানার মোট ৩২০ জনকে কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে ইফতার ও সেহেরির সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় তিনি দরিদ্র ও দুস্থ মানুষকে অপরাধে না জড়ানোর পরামর্শ দেন এবং অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
চট্টগ্রাম চেম্বারের সহায়তায় এই ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক, অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান ও পশ্চিম জোনের আওতাধীন চারটি থানার ওসি এ সময় উপস্থিত ছিলেন।
ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এবিএম ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহীদ সিরাজ স্বপন।
বাংলাদেশ সময়: ১৫:১৪:৪২ ৩৮১ বার পঠিত