চট্টগ্রামে কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ৮০ ‍দুস্থকে ইফাতার-সেহেরি

Home Page » সারাদেশ » চট্টগ্রামে কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ৮০ ‍দুস্থকে ইফাতার-সেহেরি
সোমবার, ৫ জুন ২০১৭



Related imageবঙ্গ-নিউজঃ চট্টগ্রামের ৮০ জন গরীর ও ‍দুস্থ লোককে ইফাতার ও সেহেরির সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম কমিউনিটি পুলিশিং কমিটি।

সোমবার সকালে ডবলমুরিং থানা প্রাঙ্গণে ডবলমুরিং, পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর থানার বাসিন্দা এই ৮০ জনের হাতে ইফতার ও সেহেরির সামগ্রী তুলে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

তিনি জানান, নগরীর প্রতিটি থানা থেকে ২০ জনকে বাছাই করে ১৬ থানার মোট ৩২০ জনকে কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে প্রাথমিকভাবে ইফতার ও সেহেরির সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় তিনি দরিদ্র ও দুস্থ মানুষকে অপরাধে না জড়ানোর পরামর্শ দেন এবং অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

চট্টগ্রাম চেম্বারের সহায়তায় এই ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।

অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক, অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) নাজমুল হাসান ও পশ্চিম জোনের আওতাধীন চারটি থানার ওসি এ সময় উপস্থিত ছিলেন।

ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এবিএম ফয়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহীদ সিরাজ স্বপন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৪২   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ