সোমবার, ৫ জুন ২০১৭

‘অফ ফর্ম’কে পাত্তাই দিচ্ছেন না সাকিব

Home Page » ক্রিকেট » ‘অফ ফর্ম’কে পাত্তাই দিচ্ছেন না সাকিব
সোমবার, ৫ জুন ২০১৭



shakib al hasan talking to mediaবঙ্গ-নিউজঃ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনেক আগে বলেছেন, বল হাতে আগের সেই খুনে সাকিবের দেখা নেই এখন। মাঠের পারফরম্যান্সের বিচারে হাথুরুর কথাটা সবাই হয়তো উড়িয়ে দিবেন না। ব্যাট হাতেও অনেকদিন ছন্নছাড়া সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর থেকেই সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না সাকিবকে। কত বছর ধরে যার কাঁধে ভর করে এসেছে, তার হঠাৎ এই পড়তি ফর্মে দলও বড় বিপদে। তবে এই ‘অফ ফর্মকে’ সেভাবে পাত্তাই দিচ্ছেন না সাকিব।

পরশু দেশের জনপ্রিয় এক গণমাধমকে বলেছেন, ‘এতো বছর খেলার পর এসব চিন্তা করলে চলে!’ অনেকে যে বলছেন সাকিব আগের সেই সাকিব আর নেই? এমন প্রশ্নে সাকিবের জবাব, ‘একটা ফিফটি মারলে বা দুই উইকেট নিলেই সবাই অন্য কথা বলবে।’

পরিস্থিতি বড্ড নাজুক হয়ে দাঁড়ালেও সাকিবের আত্মবিশ্বাস হয়তো ঠিকই বেরুচ্ছে। পরিস্থিতি বড্ড নাজুকই। এ বছর ৮টি ওয়ানডে খেলে উইকেট মাত্র ৪টি। গড় ৮১! সাকিবের নামের পাশে এই পরিসংখ্যান বড্ড নাজুক। তবে আর দশজনের মতো বিপদের সময় অধিনায়কের লম্বা হাতটা কাধেই পাচ্ছেন সাকিব।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ উঠতেই মাশরাফি বললেন, ‘বড় মঞ্চে এসে বড় ক্রিকেটাররা ফর্মে থাকা ভাগ্যের ব্যাপার। সাকিব সবসময়ই করে এসেছে তার কাজ। ও সেরাটাই চেষ্টা করছে। গত ম্যাচে (ইংল্যান্ডের বিপক্ষে) শুরুতে ভাল বোলিং করেছে, সেরাটা দিয়েও পারেনি।’

মাশরাফি যোগ করেছেন, ‘ও যদি ওর লেভেলে খেলতে না পারে, তাহলে দলের অন্যদের অবদান বাড়াতে হবে। একটা দলে এসব হয়েই থাকে। টপ ক্রিকেটার সবসময়ই একই ফর্মে খেলে যাবে, এটা আশা করা কঠিন।’

অধিনায়ককে পাশে পাচ্ছেন সাকিব, কিন্তু সমালোচকদের সমালোচনা কি আর বন্ধ থাকবে! সমালোচকদের মুখ বন্ধ করতে হলে দারুণ কিছু করে দেখাতেই হবে। আজই তার মোক্ষম সুযোগ। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৫৮   ৩৭১ বার পঠিত