সোমবার, ৫ জুন ২০১৭

তীব্র গরমে ৪ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু

Home Page » প্রথমপাতা » তীব্র গরমে ৪ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু
সোমবার, ৫ জুন ২০১৭



bangladeshi workers in qatarবঙ্গ-নিউজঃ ওমানে তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে চার বাংলাদেশিসহ ছয় নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। প্রচণ্ড রোদে দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন বাংলাদেশি ও অপর দুইজন পাকিস্তানের নাগরিক।

রোযার শুরু থেকেই ওমানের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছিলো জানা গেছে। এই তাপমাত্রা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। এবারই দেশটিতে এতো বেশি গরম অনুভূত হচ্ছে।

রমজান মাসে রোজা রেখে বাইরের প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে প্রায়ই নাজেহাল বা হিট স্ট্রোকের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিকরা।

দেশটির স্বাস্থ্যবিভাগের ভাষ্য, রমজানে টানা ১৫ ঘণ্টা রোজা রেখে বাইরের প্রচণ্ড গরমে কাজ করতে গিয়েই শ্রমিকরা এই সমস্যায় পড়ছে। গত বছরের রমজানেও অতিরিক্ত গরমে নয় শ্রমিকের মৃত্যু হয়েছে জানিয়ে এই সময়ে সবাইকে সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিভাগ।

দেশটিতে কর্মরত শ্রমিকদের কয়েকজন জানান, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করতে হয় তাদের। মাঝে এক ঘণ্টার বিরতি থাকলেও এই রোজায় এতো লম্বা সময় কাজ করাটা খুব কষ্টের। কিন্তু দেশে থাকা পরিবারের কথা চিন্তা করে তাদের কাজ করে যেতে হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৭:১০   ৩৯৫ বার পঠিত