সোমবার, ৫ জুন ২০১৭

এখন মহাকাশে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট

Home Page » এক্সক্লুসিভ » এখন মহাকাশে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট
সোমবার, ৫ জুন ২০১৭



বঙ্গbrac anwesha-নিউজ: ‘ব্র্যাক অন্বেষা’ নামে বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইট মহাকাশে গেছে গতকাল। রোববার বাংলাদেশ সময় ভোর ৩টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটিকে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়।

brac anwesha

স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করা এই ন্যানো স্যাটেলাইটটির নকশা ও নির্মাণ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিষয় থেকে স্নাতক করা রায়হানা শামস্ ইসলাম, আবদুল্লা হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ার।

এদের মধ্যে রায়হানা শামস্‌ জানান, আগামী দুই দিনের মধ্যে আইএসএসে অবস্থানরত নভোচারীরা স্যাটেলাইটটি হাতে পেয়ে যাবেন। এরপর তারা এটিকে সময়মতো কক্ষপথে পাঠাবেন।

আরেক সদস্য আবদুল্লা হিল কাফি জানান, ছয় মাস পরপর আইএসএসের নভোচারীদের জন্য পৃথিবী থেকে যে রসদ পাঠানো হয়, সেই কার্গোর সাথে আমাদের তৈরি ন্যানো স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। এবারের কার্গো মহাকাশযানটি ২ হাজার ৭২১ কেজি পরিমাণ দ্রব্যসামগ্রী নিয়ে মহাকাশে গিয়েছে।

দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় ১০ সেন্টিমিটারের এই ন্যানো স্যাটেলাইট নির্মাণে অর্থায়ন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছানো মাত্রই ঢাকায় অবস্থিত গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে এটির বার্তা গ্রহণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০:২৮:৪০   ৪৮৪ বার পঠিত