রবিবার, ৪ জুন ২০১৭

বিটিভি ১১ মিনিট আগেই মাগরিবের আযান প্রচার করেছে!

Home Page » সারাদেশ » বিটিভি ১১ মিনিট আগেই মাগরিবের আযান প্রচার করেছে!
রবিবার, ৪ জুন ২০১৭



বঙ্গ-নিউজ- নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই মাগরিবের আযান প্রচার করে বিপাকে পড়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শনিবার ইফতারের সময় প্রায় ১১ মিনিট আগেই মাগরিবের আযান প্রচার করে ফেলে সরকারি এই চ্যানেলটি।

BTV logo

এর ফলে দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদার মানুষ বেশ সমস্যায় পড়েছেন। অনেকেই নিজেদের রোজার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গতকাল শনিবার ইফতারের জন্য নির্ধারিত সময় ছিলো সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আযান প্রচারিত হয়। এরপর যথারীতি হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে চ্যানেলটি।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো রকম দুঃখ প্রকাশ বা ভুল স্বীকার করেনি বাংলাদেশ টেলিভিশন। যারা বিটিভির আযান দেখে ইফতার করেছেন তাদের অনেকেই চ্যানেলটির ওপর বিরক্তি প্রকাশ করেছেন।

এদিকে এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আযানের সঙ্গে ঢাকার আযানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন।

বাংলাদেশ সময়: ২০:১৮:১২   ৪৮১ বার পঠিত