রবিবার, ৪ জুন ২০১৭
ঐশীর আপিলের রায় আগামীকাল
Home Page » প্রথমপাতা » ঐশীর আপিলের রায় আগামীকালবঙ্গ-নিউজ:রাজধানীর মালিবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের মেয়ে ঐশীর সাজা বহাল থাকবে কিনা তা জানা যাবে আগামীকাল সোমবার। ঐশীর করা আপিলের ওপর আগামীকাল রায় দেবেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। গত ৭ মে শেষ হয়েছিল মামলার ডেথ রেফারেন্স ও ঐশীর করা আপিলের শুনানি।
রাষ্ট্রপক্ষে হাইকোর্টে এই মামলার শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। আর ঐশীর পক্ষে শুনানি করেন সুজিত চ্যাটার্জি বাপ্পী।
২০১৩ সালের ১৬ আগস্ট সাবেক পুলিশ কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার লাশ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তারপরের দিন পল্টন থানায় হত্যা মামলা দায়ের করেন মাহফুজের ভাই মশিউর রহমান।
পরের দিনই নিহতদের মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা-মাকে নিজের হাতে খুন করার কথা স্বীকার করেন। ২০১৫ সালের ১২ নভেম্বর এই মামলার রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে ঐশীকে মৃত্যুদণ্ড ও তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী।
বাংলাদেশ সময়: ২০:১১:১০ ৪৭৪ বার পঠিত