রবিবার, ৪ জুন ২০১৭

“পৃথিবীর অর্ধেক মানুষ মরেছে স্ত্রী মশার কারনে”- আসিফ আকবর

Home Page » ফিচার » “পৃথিবীর অর্ধেক মানুষ মরেছে স্ত্রী মশার কারনে”- আসিফ আকবর
রবিবার, ৪ জুন ২০১৭



fb_img_1496565531055.jpg বঙ্গ-নিউজঃপৃথিবীর বয়স চারশো ষাট (৪৬০) কোটি বছর। আমি ইতিহাসবেত্তা নই, তবে তথ্য অনুযায়ী এ পর্যন্ত পৃথিবীতে প্রায় সাড়ে নয় হাজার কোটি আদম সন্তান জন্ম নিয়েছে। পরিসংখ্যান বলে, চৌদ্দজন মানুষ মারা যাওয়ার পর একজন জীবিত থাকে অর্থাৎ আমি আপনি যারা বেঁচে আছি, আমরা পনেরো নম্বর সিরিয়ালের ( চৌদ্দগুষ্টি শব্দটা এই কারনে ব্যবহৃত হয় কিনা জানিনা)। ডাইনোসর যুগ থেকে বাঘ সিংহ কুমীরের যুগেও মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে ।

বাঘিনী সিংহী শিকারী, পুরুষগুলো শুধু শিকার এনজয় করে, আর মহল্লার নিয়ন্ত্রণ বজায় রাখে, অন্যান্য প্রানীদের খবর জানিনা। তবে জ্ঞানীদের গবেষনালদ্ধ বক্তব্য অনুযায়ী একমাত্র মনুষ্য প্রজাতিতেই নারীরা সুন্দর, অন্য সব প্রানীদের পুরুষ প্রজাতি সুন্দর। বহু কবি গীতিকবি অতি আবেগে তাদের সৃষ্টিতে ময়ুরীকে নিয়ে গান কবিতা বানিয়েছেন,আসলে পেখম মেলে ময়ুর, ময়ুরীর পেখম হয়না। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই, নারীরা এমন কিছু স্পেশাল কাজের মালকিন যেটা পুরুষরা শুধুই এনজয় করে। যেমন আমি বাইরের রাজত্ব ঠিকমত চালালেও বাসায় ঢুকে আর কোন কাজ খুঁজে পাইনা,দুধ গরম আর ডিম সেদ্ধ করাই সর্বোচ্চ যোগ্যতা।

গত একমাস অদ্ভূত জ্বরে ভুগেছি, এখানো ব্যাথা বেদনা যায়নি, সারাদেশে একই অবস্থা। বিজ্ঞান বইয়ে পড়েছি মশা দুই প্রকার – এ্যানোফেলিস ও কিউলেক্স । ২০০৬ সালে হেমোরোজিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরতে যাচ্ছিলাম, তখন শুনলাম আরো এক প্রজাতি এডিস মশার নাম। এবার চিকনগুনিয়া রোগ এলো, দায়ী এডিস । এরা অভিজাত পরিবেশে বংশবৃদ্ধি করে । বন্ধু ডঃ আরিফ বলে- গরীবের ডেঙ্গু হয়না । সাড়ে নয় হাজার কোটি মানুষের মধ্যে সাতশো কোটি পৃথিবীতে বর্তমান। বাকী মানুষের অর্ধেক মারা গেছে মশার কামড়ে আর অর্ধেক বিভিন্ন রোগে যুদ্ধে প্রাকৃতিক দূর্যোগে। মশার মধ্যে পুরুষ মশা নিয়মতান্ত্রিক সাংবিধানিক পদে আছে, এরা শুধু নিজেরা বেঁচে থাকার চেষ্টায় ব্যস্ত। পক্ষান্তরে পৃথিবীর অর্ধেক মানুষ মরেছে ‘ স্ত্রী ‘ মশার কারনে । বাঘ সিংহ সাপ কুমীর নিয়ে ব্যস্ত না থেকে আসুন ‘ স্ত্রী ’ মশার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করি, পুরুষ মশাকে সাধারন ক্ষমা ঘোষণা করি !!!!! ভালবাসা অবিরাম

এই ছবিটা ১০৪ ডিগ্রী জ্বরের সময় শেষ সেলফি ভেবে তুলেছিলাম

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪১   ৮৫৯ বার পঠিত