শনিবার, ৩ জুন ২০১৭
আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটতে যাচ্ছে সরকার?
Home Page » অর্থ ও বানিজ্য » আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটতে যাচ্ছে সরকার?বঙ্গ-নিউজঃ প্রস্তাবিত বাজেটে বহুল সমালোচিত আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটতে যাচ্ছে সরকার। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় এমন ইঙ্গিতই দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকার প্রস্তাবিত আবগারি শুল্ক থেকে পেছনে ফিরবে। জাতীয় সংসদে এ নিয়ে অবশ্যই আলোচনা হবে।
এ সময় ব্যাংকে ১ লাখ টাকার উপরে আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর ইঙ্গিত দিয়ে পূর্বের শুল্কই বহাল রাখা হতে পারে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামি বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক একাউন্টে ১ লাখ টাকার ঊর্ধ্ব হতে ১০ লাখ টাকা পর্যন্ত বর্তমান লেনদেনে ৫০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ১০ লাখ টাকার ঊর্ধ্ব হতে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি টাকার ঊর্ধ্ব হতে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ঊর্ধ্ব বর্তমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক প্রস্তাব করেন।
উক্ত অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমান, সাবেক গভর্নর ফরাসউদ্দীন, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন
বাংলাদেশ সময়: ২২:৫৬:০৫ ৪৯৫ বার পঠিত