আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটতে যাচ্ছে সরকার?

Home Page » অর্থ ও বানিজ্য » আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটতে যাচ্ছে সরকার?
শনিবার, ৩ জুন ২০১৭



m a mannan state finance ministerবঙ্গ-নিউজঃ প্রস্তাবিত বাজেটে বহুল সমালোচিত আবগারি শুল্ক ইস্যুতে পিছু হটতে যাচ্ছে সরকার। শনিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় এমন ইঙ্গিতই দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ওই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকার প্রস্তাবিত আবগারি শুল্ক থেকে পেছনে ফিরবে। জাতীয় সংসদে এ নিয়ে অবশ্যই আলোচনা হবে।

এ সময় ব্যাংকে ১ লাখ টাকার উপরে আমানতে আবগারি শুল্ক না বাড়ানোর ইঙ্গিত দিয়ে পূর্বের শুল্কই বহাল রাখা হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামি বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক একাউন্টে ১ লাখ টাকার ঊর্ধ্ব হতে ১০ লাখ টাকা পর্যন্ত বর্তমান লেনদেনে ৫০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ১০ লাখ টাকার ঊর্ধ্ব হতে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি টাকার ঊর্ধ্ব হতে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ঊর্ধ্ব বর্তমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক প্রস্তাব করেন।

উক্ত অনুষ্ঠানে এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমান, সাবেক গভর্নর ফরাসউদ্দীন, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৫   ৫০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ