শনিবার, ৩ জুন ২০১৭
‘ওয়েস্ট ইন্ডিজ’ হয়ে যাচ্ছে ‘উইন্ডিজ’
Home Page » খেলা » ‘ওয়েস্ট ইন্ডিজ’ হয়ে যাচ্ছে ‘উইন্ডিজ’বঙ্গ-নিউজঃ ওয়েস্ট ইন্ডিজ নামের কোনো ক্রিকেট দল আর থাকছে না। ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলো মিলে যে ক্রিকেট দল গঠন করেছিলো, সেই ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাচ্ছে উইন্ডিজ। সে দেশের বোর্ডের নাম এতোদিন ছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি, তাদের নতুন নাম হবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বোর্ডের নামের সঙ্গে ‘ওয়েস্ট ইন্ডিজ’ থাকলেও ক্রিকেট দলের নাম হয়ে যাবে ‘উইন্ডিজ’। বোর্ডের ৯১তম সভায় এমনই সিদ্ধান্ত নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটের কর্মকর্তারা।
নাম বদলের এই সিদ্ধান্তের মূল কারণটা জানা যায়নি। হয়তো নিজেদের ছন্নছাড়া ক্রিকেটে নতুন করে প্রাণসঞ্চারের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দুইবারের বিজয়ীরা এখন এতোটাই ম্রিয়মাণ যে, এ বছর প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্টে খেলা হচ্ছে না তাদের। বলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। এই আসরে খেলার জন্য ওয়ানডের সেরা আট দলের মধ্যে থাকার শর্ত ছিলো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই শর্ত পূরণে ব্যর্থ হয়ে ছিটকে গেছে আসর থেকে।
ক্রিকেটে প্রাণসঞ্চার হোক বা না হোক, উইন্ডিজ নাম নিয়ে ব্যবসাটা ভালো হবে বলে মনে করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রোভ। তিনি বলেন, ‘এই নামটা ক্যারিবীয় ক্রিকেটের উন্নতির জন্যই নেয়া হয়েছে। আশা করি নতুন নাম নিয়ে স্পন্সরদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করতে পারবো আমরা।’
আর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ডেভ ক্যামেরন মনে করেন, ক্যারিবীয় দেশগুলোর কাছে ‘ওয়েস্ট ইন্ডিজ’-এর চেয়ে ‘উইন্ডিজ’ শব্দটাই বেশি প্রিয়। এই শব্দকেই তারা বেশি আপন মনে করে।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩৫ ৫৪৯ বার পঠিত