শুক্রবার, ২ জুন ২০১৭
ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না, দাবি অর্থমন্ত্রীর
Home Page » অর্থ ও বানিজ্য » ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না, দাবি অর্থমন্ত্রীরবঙ্গ-নিউজঃ ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার ঢাকায় বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই এমন মন্তব্য করেন আবুল মাল।
মুহিত বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি আয়ের ব্যবসায়ীরা ভ্যাট দিবেন। ভ্যাটের পরিমাণ বাড়েনি, বেড়েছে শুধু আওতা। সুতরাং ব্যবসায়ীদের ভ্যাট দিতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়।’
মুহিত আরো বলেন, ‘বাংলাদেশে এখন অতিদরিদ্র জনগোষ্ঠির সংখ্যা কম। বিভিন্ন উদ্যোগে অতিদরিন্দ্র শ্রেনি কমে গেছে। এবারের বাজেটে শিক্ষায় কোনো ভ্যাট প্রয়োগ করা হয়নি। শুধুমাত্র ইংরেজি মাধ্যম ছাড়া অন্য কোনো শিক্ষা মাধ্যমে ভ্যাট দিতে হবে না।’
নতুন অর্থ বছরের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকা। এতো বড় আকারের বাজেট বাংলাদেশে এবারই প্রথম।
বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের বাজেট মধ্যবিত্ত শ্রেনির উপর করের বোঝা চাপিয়ে দিবে। এ ছাড়া আবগারি শুল্কের পরিমাণ বাড়ানোর ব্যাপারটিও জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের সব ক্ষমতাকালের মধ্যে ১৭তম এবং আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক এবার নিয়ে ১১তম বাজেট ঘোষিত হলো। বাংলাদেশে কোনো সরকারের এবং কোনো অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার সর্বোচ্চ রেকর্ডও এটি।
বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৯ ২৭৯ বার পঠিত