শুক্রবার, ২ জুন ২০১৭

তিন মাস ১০ টাকা কেজি চাল বিক্রি হবে:কৃষিমন্ত্রী

Home Page » প্রথমপাতা » তিন মাস ১০ টাকা কেজি চাল বিক্রি হবে:কৃষিমন্ত্রী
শুক্রবার, ২ জুন ২০১৭



 বঙ্গ-নিউজ:কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী তিন মাস (ভাদ্র, আশ্বিন ও কার্তিক) ১০ টাকা করে প্রতি কেজি চাল বিক্রি করা হবে।

motia chowdhury

শুক্রবার জাতীয় বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা আগেও ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করেছি। হাওর এলাকায় এখনো তাই হচ্ছে।’

চালের দাম বাড়া নিয়ে তিনি বলেন, ‘বাজারে যে দাম, তা দিয়েই তো মানুষ চাল কিনে খাচ্ছে। অর্থাৎ চাল মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। এ নিয়ে তো কারো মধ্যে কোনো উচ্চবাচ্য নেই। চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এ কথা বলার সুযোগ নেই।’

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন। এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার। এতো বড় আকারের বাজেট বাংলাদেশে এই প্রথম। এবারের বাজেটের মূল কথা ছিলো, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’।

উল্লেখ্য, এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের সব ক্ষমতাকালের মধ্যে ১৭তম এবং আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক এবার নিয়ে ১১তম বাজেট ঘোষিত হলো। বাংলাদেশে কোনো সরকারের এবং কোনো অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার সর্বোচ্চ রেকর্ডও এটি।

বাংলাদেশ সময়: ১৯:০১:০৩   ২৯০ বার পঠিত