শুক্রবার, ২ জুন ২০১৭

‘আমি পিটসবার্গের প্রতিনিধি, প্যারিসের নয়’

Home Page » বিশ্ব » ‘আমি পিটসবার্গের প্রতিনিধি, প্যারিসের নয়’
শুক্রবার, ২ জুন ২০১৭



USA Trump verkündet Ausstieg aus Pariser Klimaschutzabkommen (Reuters/K. Lamarque)বঙ্গ-নিউজঃ যাবতীয় আশঙ্কা সত্য প্রমাণ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি এ বিষয়ে নতুন করে দরকষাকষির কথা বললেও ঘনিষ্ঠ সহযোগী দেশগুলি তা নাকচ করে দিয়েছে৷

নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প জলবায়ু চুক্তি সংক্রান্ত বহু প্রতিক্ষিত ঘোষণা করলেন৷ তার আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্তুতিবাক্যের মাধ্যমে ট্রাম্পের ‘অসাধারণ নেতৃত্বের’ দৃষ্টান্ত তুলে ধরেন৷ নির্বাচনি প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে ট্রাম্প কতটা দৃঢ়প্রতিজ্ঞ, সে বিষয়ের উল্লেখ করেন তিনি৷

এরপর ট্রাম্প নিজে ২০১৫ সালের জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেন এবং দীর্ঘ ভাষণে এই সিদ্ধান্তের পক্ষে একাধিক যুক্তি ও কারণ তুলে ধরেন৷ তাঁর বক্তব্যের মূলমন্ত্র ছিল ‘অ্যামেরিকা ফার্স্ট’৷ ট্রাম্প মনে করেন, এই চুক্তি মার্কিন স্বার্থের মারাত্মক ক্ষতি করেছে৷ চীন ও ভারতের মতো দেশ জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণের সুযোগ পেলেও অ্যামেরিকার উপর ‘অন্যায় শর্ত’ চাপিয়ে কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি শিল্পের ক্ষতি করা হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতি, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের উপর৷ সেইসঙ্গে বিপুল আর্থিক ক্ষতিও হয়েছে বলে ট্রাম্প দাবি করেন৷

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৯   ২৫১ বার পঠিত