শুক্রবার, ২ জুন ২০১৭

আরেকটি ১২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার হচ্ছে ঢাকায়

Home Page » অর্থ ও বানিজ্য » আরেকটি ১২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার হচ্ছে ঢাকায়
শুক্রবার, ২ জুন ২০১৭



abul mal abdul muhit at perliamentবঙ্গ-নিউজঃ যানজট নিরাসনে ঢাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার এবং চট্টগ্রামে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেট ঘোষণায় এই পরিকল্পনার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, ঢাকায় দীর্ঘ ১২ কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ করা হবে শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড পর্যন্ত। আর চট্টগ্রামে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত।

ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানের পাশাপাশি যানজট ও দুর্ঘটনা রোধে আরও উদ্দোগ নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জাতীয় সংসদে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে গাড়িচালকদের উন্নত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে আমরা প্রতিটি বিভাগীয় শহরে নতুন ড্রাইভার টেস্টিং এবং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’

এবারের বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে ৫০ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১২ দশমিক ৫ শতাংশ। গত অর্থবছরে যা ছিল ৩৬ হাজার ২৮১ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৩   ২৮২ বার পঠিত