বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
ইংল্যান্ডকে ৩০৬ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
Home Page » ক্রিকেট » ইংল্যান্ডকে ৩০৬ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
বঙ্গ-নিউজ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এটিই ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এর আগে কখনোই ইংল্যান্ডেরে বিপক্ষে বাংলাদেশের ৩০০ করা হয়নি।
ইংল্যান্ডকে প্রথমার তিনশর বেশি রানের লক্ষ্য দেয়ার পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছের তামিম ইকবাল। ১২৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। এটি তামিমের নবম সেঞ্চুরি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি।
ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করার পথে ১২টি চার ও তিনটি ছয় মারেন তামিম ইকবাল। এ ছাড়া ৭৯ রান করেছেন মুশফিকুর রহিম। ৭২ বলে আট চারে এ রান করেন তিনি।
আজ বাংলাদেশ শুরু করেছিলো খুব সাবধানে। প্রথম ১০ ওভার শেষে মাত্র ৩৬ রান করে বাংলাদেশ। দলীয় ৫৬ রানে গিয়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ব্যক্তিগত ২৮ রানে ফিরেন সৌম্য সরকার। তারপর জুটি গড়েন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এ দুজন যোগ করেন ৩৯ রান। এরপর ২০ বলে ১৯ রান করে ফিরেন ইমরুল।
সৌম্য- ইমরুল ফিরে গেলেও তামিম তার প্রান্ত ধরে রেখে বজায় রাখেন রান করার ধারা। তার সঙ্গে তৃতীয় উইকেটে যোগ দেন মুশফিকুর রহিম। এই জুটিতেই বাংলাদেশ এগোতে থাকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৩০০ রানের দিকে।
কিন্তু ৪২তম ওভারে লিয়াম প্লাঙ্কেটের পরপর দুই বলে বিদায় নেন তামিম ও মুশফিক। ওই ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ২৬২। শেষ আট ওভারে বাংলাদেশ নিয়েছে সব মিলিয়ে ৪৩ রান। অথচ এই সময়ে প্রত্যাশা ছিলো আরো বেশি রানের।
এ দিকে, মাশরাফি আগেই বলেছিলেন যে, ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করলে বাংলাদেশের লক্ষ্য থাকবে তিনশর বেশি রান করা। সেটা হয়েছে বটে, তবে বাংলাদেশের লক্ষ্য ছিলো আরো বেশি। সুযোগও ছিলো সে রকম। কিন্তু ডেথ ওভারে আশানুরূপ ব্যাটিং হয়নি। ফলে ৩০৫ রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মাশরাফিদের।
বাংলাদেশ সময়: ২০:৩৪:৪৪ ৩৩৯ বার পঠিত