বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ হবে সারাদেশে
Home Page » অর্থ ও বানিজ্য » মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ হবে সারাদেশে
বঙ্গ-নিউজ: অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সরকার সারাদেশে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় তিনি এ কথা বলেন।
বেলা দেড়টা থেকে বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেট মোট চার লাখ ২৬৬ কোটি টাকার। এতো বেশি পরিমাণ অর্থের বাজেট আগে কখনোই বাংলাদেশে ঘোষিত হয়নি।
বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সরকার, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সরকার উল্লেখ করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণ, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়া এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মের কল্যাণে আমাদের চলমান কার্যক্রম অব্যাহত রাখবো।
এ সময় তিনি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের উন্নত আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথা জানান।
এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ১৯৭১ সালে গণহত্যা-নির্যাতন, বধ্যভূমি, গণকবর চিহ্নিতকরণ, এ সংক্রান্ত তথ্যভাণ্ডার তৈরি, প্রদর্শনী এবং প্রকাশনার লক্ষ্যে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপনের কথাও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০:২৮:২০ ৩৬১ বার পঠিত