বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়লো প্রতিরক্ষা খাতে

Home Page » অর্থ ও বানিজ্য » আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়লো প্রতিরক্ষা খাতে
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭



বঙ্গ-নিউজ:আজ বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেট মোট চার লাখ ২৬৬ কোটি টাকার। এতো বেশি পরিমাণ অর্থের বাজেট আগে কখনোই বাংলাদেশে ঘোষিত হয়নি।

bangladesh army troops

এবারের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে গতবারের চেয়ে দুই হাজার ৫৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। ফলে ২০১৬-১৭ অর্থবছরে যার পরিমাণ ছিলো ২৩ হাজার ২১২ কোটি টাকা, এবার তা বেড়ে হয়েছে ২৫ হাজার ৭৫৬ কোটি টাকা।

বরাদ্দের পরিমাণ বাড়ানোর ব্যাপারে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দফতর ও সংস্থার সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে দেশমাতৃকার সার্বভৌমত্ব সমুন্নত রাখতেই এবার বরাদ্দ বাড়ানো হয়েছে।

বাজেট পেশের সময় দেশের বাহিনীগুলোর প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জাতীয় প্রতিরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়াতে আমরা আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংযোজন করছি।

বাংলাদেশ সময়: ২০:২৪:১১   ৩৭৭ বার পঠিত