বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
এ বাজেটে যে সব জিনিসের দাম বাড়বে
Home Page » অর্থ ও বানিজ্য » এ বাজেটে যে সব জিনিসের দাম বাড়বে
বঙ্গ-নিউজ: নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিত। নেই প্রস্তাবে যে সব পণ্যের শুল্ক ও আমদানি শুল্ক বাড়ানো হয়েছে, সেগুলোর দামও বেড়ে যাবে। এ ছাড়া স্থানীয়ভাবে তৈরি করা যে সব পণ্যের শুল্ক ও আয়কর বাড়ানো হয়েছে, দাম বাড়বে সেগুলোরও।
এবারের বাজেটের নাম দেয়া হয়েছে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’। চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার প্রায় ৮৫ হাজার কোটি টাকা বেশি। সর্বশেষ সংশোধিত বাজেট ছিলো তিন লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। অর্থের পরিমাণের আকারের দিক বিবেচনায় এবারের চেয়ে বড় বাজেট আর হয়নি বাংলাদেশে।
দাম বাড়তে পারে, এমন জিনিসের তালিকায় এক নম্বরে রয়েছে বিড়ি- সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য। স্থানীয় পর্যায়ে তৈরি করাগুলো তো বটেই, বিদেশ থেকে আনা বিড়ি- সিগারেটের দামও নতুন বাজেট প্রস্তাব পাশ হলে বেড়ে যাবে।
নতুন প্রস্তাবে ইমিটেশন জুয়েলারির দামও বেড়ে যাবে। স্বর্ণের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে থাকায় ইমিটেশন জুয়েলারির বেচাকানা খুব ভালো। কিন্তু নতুন প্রস্তাবে এই ধরনের অলঙ্কারের দাম বেড়ে যাবে। কারণ এ সব জিনিস তৈরি ও আমদানিতে আগের চেয়ে বেশি শুল্ক প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে মূল্য সংযোজন করও।
ব্যক্তিগত গাড়ি, আইপিএস এবং ইউপিএসে ব্যবহার করা ব্যাটারির দাম নতুন প্রস্তাবে বেড়ে যাবে। লিথিয়াম, লেড এসিড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডসহ সব ধরনের ব্যাটারির দামই আসলে বেড়ে যাবে। এর প্রভাব পড়তে পারে স্মার্টফোন- ল্যাপটপের বাজারেও। এ সব ব্যাটারির শুল্ক ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে।
বাড়তে পারে জুতা, জামা- কাপড়, কিচেনওয়্যার, সিরামিকপণ্য, টুথব্রাশ এবং এ ধরনের গৃহস্থলির নানা পণ্যের দাম।
উল্লেখ্য, এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের সব ক্ষমতাকালের মধ্যে ১৭তম এবং আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক এবার নিয়ে ১১তম বাজেট ঘোষিত হলো। বাংলাদেশে কোনো সরকারের এবং কোনো অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার সর্বোচ্চ রেকর্ডও এটি।
বাংলাদেশ সময়: ২০:১২:০১ ৪৮৩ বার পঠিত