বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
র্যাঙ্কিংয়ে আরো এগিয়ে গেলেন মোস্তাফিজ-মাশরাফি-সাকিব
Home Page » ক্রিকেট » র্যাঙ্কিংয়ে আরো এগিয়ে গেলেন মোস্তাফিজ-মাশরাফি-সাকিববঙ্গ-নিউজঃ কয়েক ঘণ্টা পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়তে হবে বাংলাদেশ দলকে। নিজেদের সামর্থ বিচারে আত্মবিশ্বাসের কমতি নেই মাশরাফি বিন মর্তুজার দলের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামার আগে বড় একটা সু-সংবাদও পেয়ে গেলেন মাশরাফি-সাকিব-মোস্তাফিজ। র্যাঙ্কিংয়ে আরও এগিয়েছেন এই তিন ক্রিকেটার।
ত্রিদেশিয় সিরিজ শেষে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে। তখন আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে তরুণ পেসার মোস্তাফিজুর রহমানও ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছিলেন। ১৩ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের মধ্যে ১৮ নম্বরে উঠে এসেছিলেন মোস্তাফিজ।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আর তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশি পেসার। ঠিক ৬০০ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজ এখন ১৫ নম্বরে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এগিয়েছেন এক ধাপ। ১৫ নম্বর থেকে এক ধাপ থেকে এগিয়ে ১৪ নম্বরে। মাশরাফির রেটিং পয়েন্ট ৬০১।
অলরাউন্ডার সাকিব আল হাসানও বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন। দশ নম্বরে ছিলেন সাকিব। এক ধাপ এগিয়ে এখন ৬২০ রেটিং নিয়ে নয় নম্বরে। অন্যদের মধ্যে রুবেল হোসেন ৫৬ নম্বরে। আর তাসকিন আহমেদ ৬২ নম্বরে। আর ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষে যথারীতি সাকিব।
ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশ আন্তর্জাতিক কোন ম্যাচ খেলেনি। তবে অন্য দলগুলো খেলার মধ্যে ছিল। সেই কারণেই র্যাঙ্কিংয়ের এই অদলবদল।
সবচেয়ে বড় অদলবদল ঘটিয়েছেন কাগিসো রাবাদা। চার ধাপ এগিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বসেছেন দক্ষিণ আফ্রিকার ২২ বছর বয়সী পেসার। একটা রেকর্ডও হয়েছে এতে।
১৯৯৮ সালের পর এই প্রথম এতো কম বয়সে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বসলেন কোন বোলার। গত সপ্তাহে ২২ বছরে পা দিয়েছেন রাবাদা। ১৯৯৮ সালে ২১ বছর ১৩ দিন বয়সে আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বসেছিলেন পাকিস্তানি কিংবদন্তি সাকলায়েন মুশতাক
বাংলাদেশ সময়: ১৩:৫১:৪২ ৩৯৬ বার পঠিত