বৃহস্পতিবার, ১ জুন ২০১৭

লালবাগ কেল্লার ভেতরের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে আদালত

Home Page » জাতীয় » লালবাগ কেল্লার ভেতরের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে আদালত
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭



বঙ্গ-নিউজ: মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লার ভেতরে থাকা আবুল হাসেমের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে ভাড়ি ভাঙতে হবে। পাশাপাশি দলিল মূল্যে বাড়ির মালিককে ৪০ লাখ টাকা দেওয়ার কথাও বলা হয়েছে।

lalbagh fort

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এই নির্দেশনা জারি করেন।

নির্দেশনা ঘোষণার দিনে আবুল হাসেমের পক্ষে আদালতে শুনানি করেন তার আইনজীবী এ এফ হাসান আরিফ। আর রিটকারীর পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ নিজেই।

লালবাগ কেল্লার ভেতরের ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত মামলার এক আবেদনের প্রেক্ষিতে কেল্লার প্রকৃত সীমান নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেয় আপিল বিভাগ। গত ৬ এপ্রিল এই নির্দেশনায় বলা হয়েছিল, ২৫ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। ওই প্রতিবেদন উপস্থাপন করার পর আজ এই আদেশ দিলেন আপিল বিভাগ।

২০১০ সালের ১০ অক্টোবর হাইকোর্টের এক রায়ে লালবাগ দুর্গের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা জারি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ৯:২৩:১৫   ৩৯০ বার পঠিত