বুধবার, ৩১ মে ২০১৭

বাংলাদেশের উপকূল লণ্ডভণ্ড করে দিয়ে গেছে ‘মোরা’

Home Page » প্রথমপাতা » বাংলাদেশের উপকূল লণ্ডভণ্ড করে দিয়ে গেছে ‘মোরা’
বুধবার, ৩১ মে ২০১৭



cyclone mora sinked roadবঙ্গ-নিউজঃ প্রবল প্রতাপ নিয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছিলো ঘূর্ণিঝড় মোরা। মঙ্গলবার ভোরে সর্বশক্তি দিয়ে আঘাত হানার পরেই ধীরে ধীরে দুর্বল হতে থাকে ঝড়টি। তবে এর আগে একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে যায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল।

মোরার কারণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে চারজন দুর্যোগপূর্ণ এলাকায় গাছচাপা পড়ে, দুজন অসুস্থ হয়ে এবং একজন সাগরে ডুবে মারা গেছেন।

স্থানীয় সূত্রে এখন পর্যন্ত ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৭১ জন মাঝি-মাল্লা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কেবলমাত্র কক্সবাজার জেলাতেই ৫০ হাজারের বেশী বাড়িঘর আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে ক্ষয়ক্ষতির মূল চিত্র আরও সময় গড়ালেই জানা যাবে বলে জানান মো. আলী হোসেন।

মোরায় কক্সবাজারের মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের অবস্থা একেবারে নাজুক বলে জানিয়েছেন স্থানীয় গণপ্রতিনিধিগণ।

ঝড়ের প্রথম রাত থেকেই দ্বীপের বিভিন্ন সড়কে গাছ পড়ে চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন রাস্তায় চলমান গাড়ি বিকল হয়ে পড়ে আছে বলে জানা গেছে। এছাড়া দ্বীপের ধলঘাটা, মাতারবাড়ি, সোনাদিয়া ও তাজিয়াকাটা এলাকা জলোচ্ছ্বাসে পুরোপুরি তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, ঝড় আসার আগেই ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছিলো। তবে কিছু কিছু মানুষ নিষেধ অমান্য করে নিজ বাড়িতে রয়ে গিয়েছিলো। তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম অতিক্রম করার সময় ঘূর্ণিঝড় মোরার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার মাপা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২২   ৩২৮ বার পঠিত