বুধবার, ৩১ মে ২০১৭

ত্রাণ নিয়ে আসছে ভারতীয় জাহাজ

Home Page » জাতীয় » ত্রাণ নিয়ে আসছে ভারতীয় জাহাজ
বুধবার, ৩১ মে ২০১৭



INS sumitra indian shipবঙ্গ-নিউজঃ ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশে আসছে ভারতীয় নেভির একটি জাহাজ। আইএনএস সুমিত্রা নামের এই জাহাজটি ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরের পথে রওয়ানা করেছে।

বাংলাদেশে আসার পথে সমুদ্র থেকে ৩৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে জাহাজটির নাবিকদের একটি দল। উদ্ধারকৃতদের মধ্যে একজন মৃত। মহেশখালী অঞ্চল থেকে এদের সবাইকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে সমুদ্রে অবস্থান করা আইএনএস সুমিত্রা মানবিক বিপর্যয় ও দুর্যোগে ত্রাণ বহনকারী একটি জাহাজ।

বর্তমানে এটি দূর সাগরে অবস্থান করে ঘূর্ণিঝড় মোরায় ডুবে যাওয়া এবং পানির তোড়ে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

উদ্ধার কার্যক্রম শেষ হলে আইএনএস সুমিত্রা চট্টগ্রাম বন্দরে ত্রাণসামগ্রীগুলো খালাস করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৮   ২৪৪ বার পঠিত