বুধবার, ৩১ মে ২০১৭
ঘূর্ণিঝড় মোরায় ৭ জনের মৃত্যু, ৭১ জন নিখোঁজ
Home Page » জাতীয় » ঘূর্ণিঝড় মোরায় ৭ জনের মৃত্যু, ৭১ জন নিখোঁজ
বঙ্গ-নিউজঃ ঘূর্ণিঝড় মোরায় বাংলাদেশে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে; উপকূলীয় এলাকায় গাছচাপা পড়ে চারজন, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ও কেন্দ্রে অসুস্থ হয়ে দুজন এবং সাগরে ডুবে একজন মারা গেছেন।
এছাড়া বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৭১ জন মাঝি-মাল্লা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে উপকূলে আঘাত হানার পর স্থলভাগে এসে কমতে শুরু করে প্রবল ঘূর্ণিঝড় মোরার শক্তি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্রও স্পষ্ট হতে শুরু করে।
সারাদিনই চট্টগ্রাম, কক্সবাজারসহ উপকূলীয় জেলাগুলোয় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে।পরিস্থিতির উন্নতি হওয়ার পর সন্ধ্যায় মহাবিপদ সংকেত নামিয়ে সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। স্থানীয় প্রশাসনের হিসাবে বিভিন্ন উপজেলায় ঝড়ে প্রায় ২০ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর বাইরে চট্টগ্রামের কয়েকটি উপজেলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সে সংখ্যা স্পষ্ট করতে পারেনি প্রশাসন।
বাংলাদেশ সময়: ১০:১৬:৪৬ ৩২৩ বার পঠিত