বুধবার, ৩১ মে ২০১৭

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত

Home Page » প্রথমপাতা » ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত
বুধবার, ৩১ মে ২০১৭



 গুলিবিদ্ধ মাইদুল ইসলাম রানা ও আলিমুদ্দীনকে কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে

বঙ্গ-নিউজঃ গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোসনা ইউনিয়নের বান্দাগলি মাঠে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত হয়েছে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলো, রানা আহমেদ(৪৫) ও আলীমুদ্দিন (৫৭)। রানার বাড়ি উপজেলার বকশীপুর গ্রামে। তার বাবার নাম ফকির চাঁন। আলীমুদ্দিনের বাড়ি উপজেলার বহরামপুর গ্রামে। সে ওই গ্রামের সোলেমান হোসেনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান,  এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তারা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পাল্টা গুলি ছুঁড়লে চরমপন্থিরা  গুরুতর আহত হয়। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি বন্দুক, একটি পিস্তল ও পনের রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ৪:১৪:৫১   ৩৭৩ বার পঠিত