বুধবার, ৩১ মে ২০১৭
তীব্রতা হারিয়েছে ‘মোরা’, উপকূলের মহাবিপদ সংকেত প্রত্যাহার
Home Page » সংবাদ শিরোনাম » তীব্রতা হারিয়েছে ‘মোরা’, উপকূলের মহাবিপদ সংকেত প্রত্যাহারবঙ্গ-নিউজঃ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মোরা’। মোরা তীব্রতা হারানোয় আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকা ও নদীবন্দরগুলোতে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ’মোরা’ উত্তরদিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুতুবদিয়া দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। পরে সেটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে মোরা গভীর নিম্নচাপ আকারে রাঙ্গামাটি এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে।’
জানা গেছে, সৃষ্ট গভীর নিনম্নচাপটি আরো উত্তর দিকে গিয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়তে পারে। নিম্ন চাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান নেয়া মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে মোরা দুর্বল হয়ে পড়ায়, চট্টগ্রাম ও কক্সবাজার সমু্দ্র বন্দরসমূহকে দশ নম্বর মহাবিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:২৬:১৩ ৪২০ বার পঠিত