বুধবার, ৩১ মে ২০১৭

ইমরান: আমি কারো হুমকিতেই ভীত নই

Home Page » প্রথমপাতা » ইমরান: আমি কারো হুমকিতেই ভীত নই
বুধবার, ৩১ মে ২০১৭



imran h sarkar aloneবঙ্গ-নিউজঃ গতকাল রাতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ‘কুত্তার মতো’ পেটানোর হুমকি দিয়েছিলেন ছাত্রলীগের এক নেতা। ছাত্রলীগের অভিযোগ ছিল, গণজাগরণ মঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। এই হুমকির জবাবে ইমরান এইচ সরকার বলেছেন, ‘কারো হুমকিতেই আমি ভীত নই। হুমকি আমার কাছে নতুন কোন বিষয় নয়।’

৩০ মে মঙ্গলবার রাতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে জানান, ‘মোদ্দা কথা হচ্ছে কারো হুমকিতেই আমি ভীত নই। আমার জীবন সবসময়ই হুমকির মুখে- সেই হুমকি উগ্রবাদীদের নামে আসুক কি ছাত্রলীগের নেতার নাম হয়ে আসুক, তাতে হুমকির গুরুত্ব তো আর কমছে না!’

ফেসবুক পেজের ওই পোস্টে ইমরান এইচ সরকার লেখেন, ‘রাজাকার মৌলবাদী গোষ্ঠীসহ সমাজের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে প্রতিদিন ইনবক্সে কিংবা কমেন্টে অসংখ্যবার মৃত্যুর হুমকি পাওয়াটা এতোই ডালভাত হয়ে গেছে।’

ইমরান বলেন, ‘গণজাগরণ মঞ্চ একটি অহিংস সংগঠন, সুতরাং গণজাগরণ মঞ্চের লোকজনকে মারা সবচাইতে সহজ ব্যাপার, এটার জন্য এতো বড় হম্বিতম্বির কোনো প্রয়োজন নেই।’

তিনি দাবী করেন, ‘যে মিছিলের কথা বারবার আলোচনায় আসছে, সেই মিছিলটি হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। শুক্রবার-শনিবার-রবিবার তারাতো কোনো প্রতিক্রিয়া জানালো না। রবিবার রাতে টেলিভিশনে হেফাজতের এক নেতাকে তুলোধুনো করার পরেই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ নিয়ে আস্ফালন শুরু হলো!’

প্রধানমন্ত্রী আক্রমণ করে কোন ধরনের স্লোগান দেয়া হয়নি বলে দাবি করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটুক্তি করা হয়েছে বলে যে অজুহাত তারা দিচ্ছে সেটি সত্যের অপলাপ। গণজাগরণ মঞ্চ কোনো নেতানেত্রীর বিরুদ্ধে কোনো বক্তৃতা বিবৃতিতে অশোভন ভাষা ব্যবহার করে না। আমরা সম্মান ও সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার পক্ষে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যথাবিহীত সম্মান প্রদর্শন করে ইমরান এইচ সরকার ওই পোস্টে বলেন, ‘যার কথা বলা হচ্ছে তিনি প্রথমত বাংলাদেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত বয়সে প্রবীণ ও একজন নারী। তার সম্বন্ধে কটূক্তি করার এই অভিযোগটি স্পষ্টতই বানোয়াট ও হাস্যকর। সমালোচনার সাথে কটূক্তিকে গুলিয়ে ফেলার এই অপচেষ্টা মানসিক দৈন্যতারই প্রকাশ।’

‘সাম্প্রদায়িক অপশক্তিসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় যে সংগ্রাম অব্যাহত আছে, কোনো হুমকিই সেই সংগ্রাম থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না।’ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইমরান এইচ সরকার।

বাংলাদেশ সময়: ০:২০:৫৬   ৩৭৭ বার পঠিত