মঙ্গলবার, ৩০ মে ২০১৭

গণমানুষের স্বপ্নের প্রতিষ্টান বংশী কুন্ডা কলেজ ( পিছিয়ে থাকা এলাকার আলোকবর্তিকা ধারাবাহিক -১)

Home Page » শিক্ষাঙ্গন » গণমানুষের স্বপ্নের প্রতিষ্টান বংশী কুন্ডা কলেজ ( পিছিয়ে থাকা এলাকার আলোকবর্তিকা ধারাবাহিক -১)
মঙ্গলবার, ৩০ মে ২০১৭



 

আল আমিন আহম্মেদ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জরে হাওড় পাড়ের প্রাকৃতিক সৌর্ন্দযের মাঝে এক অরণ্যনিভৃত পল্লীতে ২০১৩সালের ৭ই অক্টোবর প্রতিষ্টিত হয় বংশীকুন্ডা কলেজ। অবহেলিত ভাঁটি এলাকার গণমানুষের স্বপ্নের প্রতিষ্টান বংশী কুন্ডা কলেজকে প্রতিষ্টিত করেন তৎকালীন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান ও বতর্মান বংশী কুন্ডা কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব ,রাসেল আহমেদ। কলেজটি নির্মাণকালীন সময়ে হাওড় পাড়ের ১০৩৩ জন মানুষ নিজ হাতে মাটি কেঁটেছিলেন। এই কলেজটি প্রতিষ্টার মাধ্যমে হাওড় অঞ্চলের গণমানুষের উচচশিক্ষার দ্বার উন্মুক্ত হয়। কলেজটি প্রতিষ্টাকালীন সময়ে অনেক রাজনৈতিক প্রতিকুলতার শিকার হতে হয় তবুওশত রাজনৈতিক বাঁধা অতিক্রম করে নির্মিত হয় এই কলেজটি। সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্টানসমুহ যখন সৃজনশীল মেধা বিকাশের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে কাজ করছে ঠিক তখনিই নির্মিত হয় বংশী কুন্ডা কলেজ। এই কলেজের তরুন শিক্ষকমন্ডলী একগুচ্চ আলোকর্বতিকা। পাঠদানের ব্যাপারে তাঁরা আন্তরিক যার প্রমাণ প্রথম ব্যাচের এইছ এস সি পরীক্ষার ফলাফল ,সারা সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলের দিক দিয়ে খুব ভালো অবস্হানে  ছিল। কোনোবেতন ছাড়াই শিক্ষকগন পাঠদান কাযর্ক্রম চালিয়ে যাচ্ছেন। বতর্মানে এই কলেজের শিক্ষা কাযর্ক্রম শহড়ের কলেজগুলোর মতোই। মাল্টিমেডিয়ার মাধ্যমে বিশেষ ক্লাসের ব্যাবস্হা এবং নিজস্ব কম্পিউটার ল্যাব যার মাধ্যমে ছাত্র- ছাত্রীবৃন্দু প্রযুক্তি শিক্ষা অজর্নের সুজোক পাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে এই এলাকার গনমানুষের প্রাণের দাবি হাওড় অঞ্চলের সবোর্চ্চ বিদ্যাপীঠ বংশীকুন্ডা কলেজকে এমপিও ভুক্ত করে এবং এর শিক্ষা কাযর্ক্রম চালিয়ে যাওয়ার সুজোক প্রদান করা হোক।।

বাংলাদেশ সময়: ১৪:২৭:১৪   ৪৭৪ বার পঠিত