মঙ্গলবার, ৩০ মে ২০১৭

কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ

Home Page » সারাদেশ » কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ
মঙ্গলবার, ৩০ মে ২০১৭



কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ বঙ্গ-নিউজঃ সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম কিবরিয়া সিকদারসহ ৯ জনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। নির্যাতনের শিকার কাঁঠালিয়ার সাংবাদিক এইচ এম বাদল বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক রুবাইয়া আমেনা আজ মঙ্গলবার সকাল ১১টায় মামলার শুনানি শেষে কাঁঠালিয়া থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগী মনির হোসেন, শহিদুল ইসলাম, সেলিম হাওলাদার, মো. আনিচ, মনির খান, এনাম কাজী, মিলন মাস্টার ও মিলন সিকদার। এরা সবাই উপজেলা আওয়ামী লীগের কর্মী।

মামলার আইনজীবী আক্কাস সিকদার, জাকির হোসেন ও মানিক আচার্য জানান, গত ২১ মে একটি নালিশি মামলা দায়ের করার পরে আদালত আজ মঙ্গলবার (৩০ মে) শুনানির জন্য দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত মামলাটি এজাহার গ্রহণের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় বনানীর রেইনট্রি হোটেলের মালিকের বাবা সরকার ঝালকাঠি ১ আসনের দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার হয়। ওই সংবাদে গত ১৬ মে লাইক দেওয়ার অভিযোগে স্থানীয় পত্রিকা দৈনিক বরিশাল প্রতিদিনের কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি এইচ এম বাদলকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তাঁর লোকজন। রাতেই তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে গোলাম কিবরিয়া সিকদার বলেন, “এমপি সাহেবের নামে আজেবাজে মন্তব্য করায় স্থানীয় লোকজন বাদলকে মারধর করেছে, আমি বরং তাকে উদ্ধার করেছি। ” কাঁঠালিয়া থানার ওসি এম এম শওকত আনোয়ার বলেন, “আদালতের নির্দেশ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। কাগজ পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১০:২৮   ৩৮১ বার পঠিত