মঙ্গলবার, ৩০ মে ২০১৭
ঘূর্ণিঝড়টির নাম ‘মোরা’ কেন?
Home Page » প্রথমপাতা » ঘূর্ণিঝড়টির নাম ‘মোরা’ কেন?
বঙ্গ-নিউজ: বাংলাদেশ ও মায়ানমারের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোরা’। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে বাংলাদেশে আঘাত হানবে। এই ঘূর্নিঝড়টি মূলত ২৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপের মাধ্যমে সৃষ্টি হয়। লঘুচাপটি রবিবার সকালে নিম্নচাপে এবং পরে মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘মোরা’ (MORA)।
ঘূর্ণিঝড়ের কোন একটা নাম দেয়ার বিষয়টি নতুন কিছু নয়। প্রথমবারের মতো যে ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছিল, সেটা প্রায় তিনশ বছর আগে শ্রীলংকার মহাপরাক্রমশালী রাজা মহাসেনের নামে। ঘূর্ণিঝড় বা এসব প্রাকৃতিক দুর্যোগের নাম প্রবর্তন করে জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আবহাওয়া সংস্থা ‘এস্কেপ’। মোরা নামটিও এই সংস্থার দেয়া।
বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটিই এই অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা দেখে ‘মোরা’ (MORA) নামটি দেয়া হয়েছে।
বাংলাদেশের আবহাওয়াবিদ রুবাইয়াত করিম বলেন, ‘মোরা’ থ্যাইল্যান্ড কর্তৃক প্রস্তাবিত একটি নাম। যার অর্থ হলো সমুদ্রের তারা। আবহাওয়া প্যানেলে নামকরণের এই বিষয়টি ঠিক হয়ে আছে। অনেক নামই তালিকায় আছে। একটার পর মুলত অন্য নাম আসে।’
জানা গেছে, ১৭ বছর আগে ২০০০ সালে স্কেপের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক দেশ থেকে ১০টি করে নাম প্রাকৃতিক দুর্যোগের নাম জমা নেয়া হয়। এখান থেকে বাছাই করে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়।
বাংলাদেশ সময়: ৮:১৩:২৪ ২৮৮ বার পঠিত