মঙ্গলবার, ৩০ মে ২০১৭
ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক কৌশলগত: আম্মার হাকিম
Home Page » প্রথমপাতা » ইরানের সঙ্গে ইরাকের সম্পর্ক কৌশলগত: আম্মার হাকিমবঙ্গ-নিউজঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আন্তরিক, গভীর ও কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে ইরাক। এ কথা বলেছেন ইরাকি ন্যাশনাল কোয়ালিশন বা আইএনসি’র প্রধান আম্মার হাকিম।
ইরাকের রাজধানী বাগদাদে ইরানি দূতাবাসে সোমবার এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরান-ইরাক সম্পর্ককে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের পরাজয়ের পর দেশটির বিভিন্ন গ্রুপের সামনে আসা সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারিও উপস্থিত ছিলেন। ইরাকে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অর্জিত সফলতার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ইরানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রক্ষা করে চলতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
ইফতার অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেন, তেহরান ও বাগদাদের মধ্যে সহযোগিতা দু দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও উন্নয়নের নিশ্চয়তা দিতে পারে।
বাংলাদেশ সময়: ৪:৪৫:৫৮ ৩১৭ বার পঠিত