রবিবার, ২৮ মে ২০১৭
গরুর মাংসের কেজি রোজার শুরুতেই ৫০০ টাকা!
Home Page » অর্থ ও বানিজ্য » গরুর মাংসের কেজি রোজার শুরুতেই ৫০০ টাকা!
বঙ্গ-নিউজ: গত রমজানে গরুর মাংসের প্রতি কেজির জন্য খরচ করতে হয়েছিলো ৪২০ টাকা করে। কিন্তু এবার সিটি কর্পোরেশন মাংসের দাম বেঁধে দেয় ৪৭৫ টাকা করে। কিন্তু এই দামও মানছে না মাংস ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে দেখা গেছে, ৫০০ টাকা বা এর চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে রমজানের প্রথম দিন থেকেই।
রোজা শুরুর আগে থেকেই কোথাও কোথাও বাড়িয়ে দেয়া হয় মাংসের দাম। পরিস্থিতি বেগতিক দেখে গত ২৩ তারিখ মাংসের দাম ৪৭৫ টাকা করে বেঁধে দেয় সিটি কর্পোরেশন।
কিন্তু কে শোনে কার কথা; রোজার প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ৫০০ টাকার নিচে কোথাও বিক্রি হচ্ছে না গরুর মাংস।
এ বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির নেতারা কোনো সদুত্তর দিতে পারছেন না। সমিতিটির মহাসচিব রবিউল আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্ধারিত মূল্যেই মাংস বিক্রির চেষ্টা করছি। কিন্তু উত্তরে সেখানকার মানুষের সহায়তা লাগবে।’
বাংলাদেশ সময়: ২৩:১৯:৪৪ ৪৫৩ বার পঠিত