বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩
দক্ষিণ মেরুর বরফ গলার গতি বাড়ছেই
Home Page » ফিচার » দক্ষিণ মেরুর বরফ গলার গতি বাড়ছেইবঙ্গ- নিউজ ডটকমঃ এই বছরের গ্রীষ্মে দক্ষিণ মেরুর বরফ গলার হার হাজার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যে বিরূপ প্রভাব দক্ষিণ মেরুর বরফের উপর পড়ছে, তার প্রমাণ হিসেবে সোমবার এই তথ্য দিয়েছেন অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার বরফ নিয়ে সর্বশেষ তথ্যগুলো জানিয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তাদের সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, ছয়শ’ বছর আগের তুলনায় বরফ গলার গতি ১০ গুণ বেড়েছে শেষ ৫০ বছরে।এ ব্যাপারে বিজ্ঞানীদের দলপ্রধান নেরিল আব্রাম বলেন, ‘তথ্যগুলো এটাই প্রমাণ করে যে, দক্ষিণ মেরুর আবহাওয়া ও পরিবেশে পরিবর্তন ঘটছে।’
আব্রাম এবং বিজ্ঞানীদের দলটি দক্ষিণ মেরুর জেমস রস দ্বীপে বরফের ৩৬৪ মিটার গভীরে ড্রিল করে নমুনা সংগ্রহ করেন।
সংগ্রহ করা নমুনা থেকে আগের বছরগুলোর গ্রীষ্মে বরফ গলার গতি তুলনা করে দেখেন তারা। বিজ্ঞানীরা আবিষ্কার করেন, ৫০ বছরে ১০ গুণ বেড়েছে বরফ গলার গতি। বলা হচ্ছে, বিশ্বব্যাপী ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হয়ে দাঁড়াতে পারে দক্ষিণ মেরুর বরফ গলার এই গতি।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৬ ৪৮৮ বার পঠিত