রবিবার, ২৮ মে ২০১৭
‘মেয়র সাহেবের রোজা ভাইঙ্গা যাইবো ‘ তো
Home Page » প্রথমপাতা » ‘মেয়র সাহেবের রোজা ভাইঙ্গা যাইবো ‘ তো
বঙ্গ-নিউজ: রমজানের প্রথম রোজায় পুরাণ ঢাকায় ইফতারের বিভিন্ন খাদ্যসামগ্রী পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। পরিদর্শনকালে বিভিন্ন মজাদার খাবার ভেঙ্গে ভেঙ্গে সেগুলো যাচাই করেন তিনি। এ সময় অনেকেই বলেন, ‘হায় হায় আমাগো মেয়র ছাব, য্যামনে হুংবার লাগচে হের রোজাতো ভাইঙ্গা যাইবো।’
রমজানের প্রথম দিন রোববার বিকেলে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার সামগ্রীর পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাইদ খোকন। ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন চকবাজার ঘুরে ঘুরে সূতি কাবাব, চিকেন ফ্রাই, টানা পরোটা, পনির, বাদাম সরবত, ঘুগনি, ছোলা, বুট, ডিম চপ, সাসলিক, বড় বাপের পোলায়, চিকেন আইটেমসহ বিভিন্ন ইফতার সামগ্রী ভেঙে ভেঙে নাকে ঘ্রাণ নেন। সেগুলো ঠিক আছে কি না যাচাই করেন।
রোববার ৪টায় মেয়রের পরিদর্শন শুরু হয়। মেয়র পরিদর্শন করার আগে চকবাজারের সব ধরনের ইফতার সামগ্রী খোলা অবস্থায় দেদারসে বিক্রি হচ্ছিল। মেয়রের আগমনী খবর শুনেই খাবারগুলো পলিথিন দিয়ে ঢেকে বিক্রি শুরু হয়। মেয়র দোকানিদের কাছে, ইফতার সামগ্রী কখন তৈরি হয়েছে, নষ্ট হবে কিনা এ বিষয়ে জানতে চান।
মেয়র পরিদর্শনের সময় বিক্রেতাদের হাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তৈরি খাদ্যদ্রব্য নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকিসমূহ মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৬ ৩৩৭ বার পঠিত