রবিবার, ২৮ মে ২০১৭
তিনি ‘আল্লাহ মেহেরবান’কে ইসলামি গান মনে করেছিলেন
Home Page » প্রথমপাতা » তিনি ‘আল্লাহ মেহেরবান’কে ইসলামি গান মনে করেছিলেন
বঙ্গ-নিউজ: বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়ার যৌথ প্রযোজনার চলচ্চিত্র বস টু-এর ‘আল্লাহ মেহেরবান’ গানটিকে ইসলামি সঙ্গীত মনে শুনতে গিয়েছিলেন আইনজীবী আজিজুল বাশার। কিন্তু আসলে গানটি তা নয়। গানটি দেখে বিব্রতবোধ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন তিনি। পরে চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠানে তিনি আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন।
‘আল্লাহ মেহেরবান’ গানটি রিলিজ হয়েছে ২৬ মে। গানটিতে নুসরাত ফারিয়া উপস্থিত হয়েছেন ‘স্বল্প পোশাকে’। গানের কথায় আল্লাহর নাম থাকলেও, গানে দেখা গেছে নুসরাতের শরীরসর্বস্ব প্রদর্শনী। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক।
সেই বিতর্কের এক পর্যায়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় গেলো আইনি নোটিশ। নোটিশে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে এই গানের প্রদর্শনী বন্ধ করতে হবে। তা না হলে নেয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা।
এ দিকে নুসরাত ফারিয়া নিজের গান সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে, গানটি করা হয়েছে পরিচালকের নির্দেশনা অনুসারে। আর তিনি একজন ‘আর্টিস্ট’ হিসেবে পরিচালকের নির্দেশনা অনুসরণ করেছেন কেবল।
বাংলাদেশ সময়: ২৩:১১:৪৪ ৪৭৮ বার পঠিত