রবিবার, ২৮ মে ২০১৭

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা চলবে

Home Page » জাতীয় » খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা চলবে
রবিবার, ২৮ মে ২০১৭



khaleda is ill not going to courtবঙ্গ-নিউজঃ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা এখনই শেষ হচ্ছে না। খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিএনপি চেয়ারপাসনের বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা চলতে আর কোন আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দেন।

২০১৫ সালে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। ওই বছরের ১৭ সেপ্টেম্বর খালেদার এই আপিল খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

গত ২২ মে শেষ হয়েছিল এই লিভ টু আপিলের শুনানি। সেদিন এ বিষয়ে আদেশের জন্য আজকের দিনকে ধার্য করা হয়েছিল। আজ লিভ টু আপিল খারিজ হয়ে যাওয়ার সময় আদালতে হাজির ছিলেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন এবং বাদি পক্ষ দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ মোট ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিল দুদক।

বাংলাদেশ সময়: ২২:০৩:১০   ২৬৮ বার পঠিত