রবিবার, ২৮ মে ২০১৭
“ইসলামিক গান নিয়ে আসছেন আসিফ, বালাম ও ইমরান”
Home Page » ফিচার » “ইসলামিক গান নিয়ে আসছেন আসিফ, বালাম ও ইমরান”
বঙ্গ-নিউজঃ বাংলা গানের যুবরাজ আসিফ আকবর তার ফেসবুক পেজ এ বলেনঃ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, কুমিল্লা গুলবাগিচা স্কুলে পড়ার সময় শ্রদ্ধেয়া প্রয়াত শিক্ষিকা শ্রীমতী কল্যানী সেন গুপ্তার গুড বুকে ঢুকে গিয়েছিলাম । দূষ্টামী থেকে নিবৃত রাখতে তিনি আমাকে ব্যস্ত রাখতেন আবৃত্তি,গান আর নাটকের কাজে । হামদ, নাত এ রাসুল, দেশাত্মবোধক, লালন, রবীন্দ্রসহ মোটামুটি সবধরনের গান গিলে খাইয়েছেন আমাকে । আবৃত্তি উপস্থাপনার পাশাপাশি নজরুলের “খেলাঘরের পুতুল গুলো” ছোট্ট নাটিকাটির পন্ডিত বুড়ো রোলেও ছিলাম মঞ্চে। আমার টার্গেটে ছিলো শুধুই ক্রিকেট, সাংস্কৃতিক কর্মকাণ্ড আমি কখনোই মন থেকে করিনি, বেত্রাঘাতের ভয়ে করতে বাধ্য হয়েছি । এমনকি আমাদের দিয়ে স্কুলের মিলাদ পর্যন্ত পড়িয়েছিলেন কল্যানী দি।
মীর মাসুম সোলসে কী-বোর্ড বাজায় । পাশাপাশি সে ব্যস্ত এবং জিনিয়াস একজন মিউজিশিয়ান । আরেক গায়ক জুয়েল মোর্শেদ এবং ধ্রুব গুহ’দা আমাকে বাধ্য করলেন একটি গান শুনতে এবং গাইতে । সেই কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে গানের কথা পাঠিয়েছেন গোলাম কবীর রনি। মাসুমের সুরে এবং কম্পোজিশানে প্রথম বারের মত গাইলাম একটি ইসলামিক গান, অসম্ভব টাচি মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম গতকাল। টানা একমাস পর ষ্টুডিও কেমন অচেনা লাগছিলো, ভয় হচ্ছিলো গানটা গাইতে পারবো কিনা । মাসুম আমাকে সাহস যুগিয়েছে, আল্লাহর রহমতে গানের রেকর্ডিং সফল ভাবে শেষ হয়েছে। আমার সাথে এই গানে থাকছে আরো দুজন সঙ্গীত তারকা বালাম এবং ইমরান । আবার সবার একক ভয়েসেও থাকবে । গানটি খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসবে দেশের এক নম্বর প্রোডাকশন হাউজ “ধ্রুব মিউজিক ষ্টেশন ” ।
আমার ফ্যানদের সব কমেন্টের উত্তর দেয়া সম্ভব নয়, তবে পড়ি । অনেকের দাবী ছিলো ইসলামিক গান গাওয়ার জন্য। ছোটবেলায় কল্যানী’দি আমাকে নজরুলের অনেক ইসলামিক গান তুলে দিয়েছেন , বড়বেলায় এসে কেমন যেন অস্বস্তিতে ছিলাম, গানের কথা পাইনি, গাওয়া হয়নি। মাসুমের অদ্ভূত কম্পোজিশানে গানটিতে বাদ্য নাই, হালকা যন্ত্র আছে। ভবিষ্যতে আরো গাইবো । মাসুমকে ধন্যবাদ এবং ভালবাসা ।
গানের কথা –
আল্লাহ্ তোমার নুরের দেখা আমি পেতে চাই
দ্বীনের পথে হেঁটে হেঁটেই মুমিন হতে চাই
রাহমাত এর কাঙ্গাল আমি তোমার পানাহ্ চাই
দ্বীনের পথে হেঁটে হেঁটেই মুমিন হতে চাই
বাংলাদেশ সময়: ২১:৫৬:৩৮ ৫৯৪ বার পঠিত