রবিবার, ২৮ মে ২০১৭
তাপদাহে ৭ পোশাক কারখানায় শ্রমিকরা অসুস্থ, ছুটি ঘোষণা
Home Page » আজকের সকল পত্রিকা » তাপদাহে ৭ পোশাক কারখানায় শ্রমিকরা অসুস্থ, ছুটি ঘোষণাফজলুল হক গাজীপুর প্রতিনিধি বঙ্গ নিউজঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় তাপদাহে ৭টি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল ভর্তি করা হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ কারখানারগুলো আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।
গাজীপুর শিল্প পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও স্বাধীন গার্মেন্টস লিমিটেড, এম আর সিনথেটিক, ব্রেস্টল সোয়েটার ও ইসলাম গার্মেন্টস নামের তৈরি পোশাক কারখানাগুলোতে যথারীতি কাজে যোগ দেন শ্রমিকরা। সকাল ৯টার দিকে হঠাৎ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কোনাবাড়ি শরীফ মেডিকেল, কোনাবাড়ি ক্লিনিকসহ আশপাশের ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়।
কোনবাড়ী শরীফ মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক খ ম শরীফ জানান, তীব্র গরমে তারা অসুস্থ হয়েছেন। বেশিরভাগ রোগীকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনবাড়ী ও কাশিপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, পোশাক কারখানার শ্রমিকরা সকালে যথারীতি কাজে যোগদান করার কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ৫:৫৯:৫৫ ৪২৬ বার পঠিত