শনিবার, ২৭ মে ২০১৭
সরবত খাইয়ে টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে ভণ্ড ফকির
Home Page » প্রথমপাতা » সরবত খাইয়ে টাকা-স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে ভণ্ড ফকিরবঙ্গ-নিউজ: রাজধানীর কদমতলীর ধোলাইপাড়ে স্বামী-স্ত্রীকে লেবুর সরবত খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক ভণ্ড ফকির। আজ শনিবার ভোর রাতে ধোলাইপাড় নুরবাগ গলির ৬ষ্ঠ তলার একটি বাড়ির নিচতলার বাসায় এই প্রতারণার ঘটনা ঘটে। অসুস্থ পাখি ব্যবসায়ী মনির হোসেন (৪০) ও তার স্ত্রী জেসমিন আক্তার (৩০) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেসমিনের ভাই লিটন বলেন, জেসমিনের কিছু জমি নিয়ে তার ভাসুরদের সঙ্গে ঝামেলা চলছিল। ৩-৪ দিন আগে এক ফকির তাদের বাসায় আসে এবং তাদের সকল বিষয় নিয়ে আলাপ করে। এমনকি জমি পাইয়ে দেওয়ার আশ্বাসও দেয়। এরপর থেকে প্রতিদিনই রাতে ওই ফকির তাদের বাসায় আসতো।
তিনি বলেন, গতকাল রাতেও ওই ফকির তাদের বাসায় আসে। পরে ভোরে স্বামী-স্ত্রীকে লেবুর সরবত খাওয়ায় এবং বলে তাদের সব সমস্যা দুর হয়ে যাবে। এর কিছুক্ষণ পর তারা দুইজন অজ্ঞান হয়ে গেলে বাসার স্বর্ণালংকার, মোবাইল ও আলমারিতে রাখা নগদ টাকা নিয়ে ওই ভণ্ড ফকির পালিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাদেরকে বিকেল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঢামেক পুলিশ বক্সের ভারপ্রাপ্ত ইনচার্জ (এএসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৬ ৫৩৬ বার পঠিত